চালাও সে পথে প্রভূ
যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি
যে পথে চলেছেন সাহাবা নবীর
সে পথ দিও মোর নসিব  করি।

দ্বীনের পথে চালাও খোদা
করো সরল সঠিক পথে পরিচালিত
কুরআনের বসন্ত নামাও হৃদয় জুড়ে
ঈমানী আলোয় কর আলোকিত।

চালাও প্রভূ আলোর পথে
দূরে রাখো মোরে প্রভূ ফিতনা থেকে
আঁধার হতে চালাও আলোর পথে
রক্ষা কর মোরে সকল অনিষ্ট থেকে