তুমি ভেবে থাকো যদি বাংলা আমার
ভারত দখলে নেবে, তবে শুনে যাও দাদা
জন্মভূমি রক্ষায় প্রাণ দিতে রাজি আমরা সদাসর্বদা -
যদি একাত্তরের পরাজিতরা ভাবে দেশ হবে পাকিস্তান -
তবে শুনে যাও ইয়াহিয়ার ছেলে
নতুন একাত্তর সাজানো হবে এমন স্বপ্ন দেখলে
জয় বাংলা স্লোগানের বিদ্রোহী সুর
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বাজবে সুমধুর
রেসকোর্স সাজানো হবে আসবে নব মুজিব
ইয়াহিয়া আইয়ূব ভূট্টো চেলাদের তাড়াবে কোন এক নতুন বঙ্গবীর
রক্তে কেনা ভূমি আমার কাউকে দেবো না, এ মাটির বুকে কখনো
কোন উপনিবেশ বসবে না।
আমেরিকার দালালি করে যদি করো ষড়যন্ত্র
শুনে রেখো বাঙালিরা জপতে পারে পিশাচ মারার মন্ত্র
এদেশ মুজিব-ভাসানীর দেশ
কোন আলী জিন্নাহর নয়
কেন তবে পাক প্রভূদের প্রশংসায় গা ভাসায়
ভারত কিংবা পাকিস্তান -
কেউ কখনো বন্ধু নয় মোদের
ওই শালারা সবকটি শয়তান।
যেই কন্ঠে কেউ বলবে ফের
' পাকিস্তান জিন্দাবাদ '- ফেলে দেবো গর্দান
ত্রিশ লাখ শহীদের রক্তে পা দিলি হারামজাদা শয়তান -
পাক সেনা বর্বর, রেয়নেট দিয়ে ছিদ্র করেছিলো বাঙালি রমনীর স্তন - গোপনাঙ্গ
ধর্ষণ করেছিলো দুলাখ মাতা ভগ্নিকে
ভুলিনি সে বর্বরতা -
এখন বলে - ' মেরে দোস্ত তুমলোক ',লুটে নিতে ফায়দা
যদি পাকিস্তানের পক্ষে বলতে এতই মন চায়, যদি পাকিস্তানের পতাকা এতই ভালো লাগে-
তবে বাংলা ছেড়ে লাহোর, করাচিতে ভেগে যা আগে ভাগে
মিথ্যা বলিনী ভাই-
এই পৃথিবীতে ভারত-পাকিস্তানের চেয়ে বড় শত্রু মোদের নাই।।