পিঞ্জিরাতে ছিলো যে এক মায়াবতী পাখি
উড়াল দিয়া চইলা গেলো দিয়া মোরে ফাকি
হৃদয়হীনা পাখিটারে আর খুইজা পেলাম না
পাখিটারে আপন করে রাখতে পারলাম না।।
দূর আকাশে উড়াল দিলো মেলে রঙিন ডানা
আর কখনো পাখিটারে কি খুইজ্যা পাবো না
শত চেষ্টা করেও তারে রাখতে পারলাম না
অনেক শখের পাখিটা মোর পোষ মানলো না।
বনের পাখি বনেই থাকুক, পিঞ্জিরাটা শূন্য থাকুক
জোর করিয়া কাউরে তো আর রাখা যাবে না
পাখি থাকতে চাইবে না, পাখি খাঁচায় রবে না
বনের পাখি বনে গেলে তো আর ফিরে আসে না।।
পাখির সরু স্বরের ডাকটা কভূ শোনা হবে না
সে তোতার মতো বকবক, কেউ করতে পারবে না
কিচির মিচির শুনা তো আর কভূ হবে না
চখাচখি ঘর বেধেছে, আর ফিরবে না।।