ভালোবাসা পূর্ণতা পায়নি বলে
প্রিয়া তুমি আজ অন্যের হলে
প্রেমের মান কেন প্রকাশ করিনি
কেন যে আমায় তুমি ভালোবাসোনি?

মরুর বুকের যেমন উঠে ধুলোঝড়
তেমনি ভাঙ্গে মোর বুকের পাজড়
দুএকটি কথা বলার আশায়
মন কত যে কৌশল খুজে যায়।

তোমার দেয়া সেই ছবিটা
প্রিন্ট করে রেখে দিসি ওয়ালেটে
বের করে দেখি তখন সে ছবিটা
তোমাকে দেখার যবে ইচ্ছে করে।

মনের গহীনে রেখেছি তোমায়
প্রতি রজনীতে তোমারে স্মরি
হৃদয়ের মাঝে তোর ছবি একেছি
প্রতি রাতে খুলে দেখি যত্ন করি।

একটি বার তুমি এসো আমার দ্বারে
দেখো নেবো তোমারে দুচোখ ভরে
শুনবো তোমার সেই মায়াবী কন্ঠখানী
যার মোহে তোমারে আমি ভালোবেসেছি।

কোন এক রজনীতে বার্তা পাঠিও মোরে
দুচারটি বাক্যবিনিময় করিবো মন ভরে
চেয়ে নেবো তোমার কোন নতুন ছবি
যাতে সেটা নিয়ে নিশিতে কাদিতে পারি।