ওরু শুনছো,
আমি চাকরিটা পেয়েই গেসি
কিন্তু তোমাকে পাওয়া হয়নি আর!

জানো ওরু,
তোমাকে কতটা ভালোবাসি?
সেটা মোর ডায়েরিকে জিজ্ঞেস করো।

ডায়েরিই জানে,
তার বুকে কত কথা লেখা আছে
তোমার নামে - প্রশংসা আর আবেগ।

প্রিয় শুনছো,
তোমাকে বার্তা পাঠানো বন্ধ করেছি
কিন্তু ভূলি নাই আর ভূলবোও না।

ওরু শুনছো,
মনে কি আছে সেদিনের কথা
যেদিন তুমি আমাকে অপমান করেছিলে।

ভূলি নাই আমি,
সবই মনে আছে - প্রিয়তমা
তবুও আজও ভালোবাসি তোমায়।

পাগলি শুনছো -
তোমাকে দেয়া সেই ডাকনামটা
এটা ধরে কি কেউ ডাকে তোমারে।

ওরু বলো তো শুনি,
কভূ কি মনে পড়ে মোরে
জানি পড়বে না, আমি তো তোর কেউ না।

শুনো ওরু,
আমি ফিরে আসবো এ শহরে
কিন্তু প্রতিশোধ নিতে নয় প্রেম বিলাতে।

প্রিয় ওরু,
ভালো থেকো, সুখে থেকো
আমি ছাড়া লক্ষীটি মোর সুখে থাকো।

উৎসর্গ:
আমার সেই প্রিয় ওরুকে ( ডাকনাম)। ভালো থাকুক সে, এই প্রত্যাশা করি।