তার শত অবহেলার পরেও
বেহায়ার মতো তাকে মেসেজ করি
ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকি রিপ্লাইয়ের।

মাঝে মাঝে চুপ হয়ে যাই
যোগাযোগ বন্ধ করে দেই তার সাথে
কিন্তু প্রতিটা মুহুর্তে ভাবি শুধু তার কথা।

মাঝে মাঝে অনেক রাগ হয়,
সে যখন মেসেজের রিপ্লাই দেয় না
তবু স্ক্রিনের দিকে থাকাই রিপ্লাইর আশে।

মাঝে মাঝে ভাবি
তাকে ভূলে যাওয়াই সহজ সমাধান
কিন্তু পরক্ষণেই ভাবি সে ছাড়া বাচা দায়।

মাঝে মাঝে কষ্ট হয়,
আবার নিজের প্রতি রাগও হয়
কেন তাকে ভালোবাসলাম এ জীবনে।

মাঝে মাঝে খারাপও লাগে,
আবার বুকের বাপাশে মোচড় দিয়ে উঠে
সে কি সত্যিই এ জীবনে আমার হবে না।

তাকে একটি বার দেখতে,
মাঝে মাঝে আবদার করি একটি ফটো
কিন্তু সে একটি ছবি দিতে যেন নারাজ।

নিমরাজি অবস্থা দেখে,
তাকে জিজ্ঞেস করি সে কি মোরে চায়
তবুও সে নির্দিষ্ট করে উত্তরও দেয় না।

আসলে তাকে বুঝিনি,
সে কি আমায় নিয়ে ভাবে
নাকী আমাকে সহ্যই করতে পারে না।

সে যাই করুক, যাই ভাবুক,
আমি তাকেই ভালোবাসি এবং বাসবো
তাকে পেয়েই হয়তো বিজয়ের হাসি হাসবো।