চিঠিটা তার পকেটেই ছিলো,
দেয়া হয়নি সে প্রিয় মানুষটাকে
যে মানুষটা আজ অন্যের হয়ে গেছে।
মনে জমা কিছু কথা ছিলো,
বলা হয়নি সেই প্রিয় মানুষটাকে
যে মানুষটা আজ তার থেকে অনেক দূরে।
কিছু কবিতা ডায়েরিতে ছিলো,
পড়ে শুনানো হয়নি প্রিয় মানুষটাকে
যে মানুষটা আজ ভালোবাসে অন্য কাউকে।
মনের গহীনে কিছু ইচ্ছে ছিলো,
পূরণ হয়নি তাহা, পায়নি তারে
যে মানুষটাকে সে চেয়েছিলো তার জীবনে।
ডায়ারে রাখা একটি গোলাপ ছিলো,
ঝরে পড়ে গেসে তার পাপড়িগুলোও
ফুলটা প্রিয় মানুষটাকে দেওয়া হয়নি আর।
রাত্রি জেগে আজও সে,
চিৎকার করে বলে, হে দেবী,হে প্রেয়সী
এই জীবনে কেন তুমি হলে না আমার?
তার ছবি সে আজও দেখে,
সরাসরি একটিবার দেখতে কত ছটফট
সে আসেনা আর! দেখাও হয় না তার।
অশ্রুসিক্ত নয়নে কেঁদে বলে,
আজও ভালোবাসি তারে আমি খুব
ভালো থাকুক সে, জীবন তার সুখের হোক।
তবে সে বুঝেনি সেটা,
সব দুঃখের বাণী প্রিয়ার অন্যের স্মরণে
তাকে সে কখনোই চায় নি, ভালোবাসেনি।
সেও কাউকে হারিয়েছে,
তবে তাকে নয়, অন্য কোন একজনকে
যার বিয়োগে তার এত কষ্ট আর আর্তনাদ।
শুনো কল্যাণী,
অনুপমকে কেন চাওনি তুমি
সে তো সত্যিকারের ভালোবাসতো তোমায়।