মুজিব কি সীমাবদ্ধ বত্রিশের দেয়ালে?
বঙ্গবন্ধু মুছে যাবে বত্রিশ পুড়ালে?
লাভ নেই দালান ঘর পুড়িয়ে, গুড়িয়ে
মুজিবুর মিশে আছে বাংলার আকাশে।

মুজিবুর অবিনাশী হয় সে কভূ শেষ
আমাদের মনেতে মুজিবুর আছে বেশ
আগ্রাসী মনোভাবে চেতনা হয় না শেষ
বাংলার ঘরে ঘরে মুজিবুর আছে বেশ।

মুজিবের চেতনা কভূ শেষ হবে না
মুজিবুর ছাড়া কবু বাংলাদেশ হতো না
লাভ নেই পুড়িয়ে, লাভ নেই গুড়িয়ে
মুজিবুর অবিনাশী  যায় সে ফুরিয়ে।

বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলনে মুজিবে
ভাষার লাগিয়া জেলে বসে অনশন করিলে
সত্তরের নির্বাচনে আমাদের মুজিবে
ইয়াহিয়ার পতনের ঘন্টা বাজালে।

ছেষট্টির মুজিবে ছয় দফা তুলিলে
বাঁচিবার আশা বাঙালি ফিরে যেন পাইলে
একাত্তরের সাতই মার্চ মুজিবের ভাষণে
ত্রিশ লাখ দিলো প্রাণ দেশ স্বাধীন করিতে।

মনে রেখো, লিখে রেখো, কবির ভাবনা
মুজিবুর রহমান কভূ শেষ হবে না
ধ্বংসের স্তুপ থেকে ফিরে আসে মুজিবে
ইয়াহিয়া বুঝেছিলো, তোমরাও বুঝিবে।