ভাস্কর্য ভেঙ্গে উল্লাসে মাতো,
ভাবো এই তো মুজিব শেষ -
মুজিব কখনো শেষ হবে না
মুজিব মানেই বাংলাদেশ

মুজিব কোনো দলের নয়,মুজিব সর্বজনীন,
মুজিবই তো এনে দিলো সোনার এ জমিন
মুজিব বাংলার শ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ নেতা
বলতে দ্বিধা কেন - মুজিব জাতির পিতা।

যদি সাড়ে ষোল কোটির সকলে ভূলে যায়
বাংলার ইতিহাস ভূলবে না মুজিব তোমায়
মুজিব তুমি আমার চেতনা, আমার বিশ্বাস
মুজিব ছাড়া অচল এই বাংলার ইতিহাস।

যে মুজিবের হুংকারে স্বাধীনতার স্বাদ পেলে
কয়েক দশক পরে তাকেই কি ভূলে গেলে
তাহার চিহ্ন মুছতে করছো কত ষড়যন্ত্র
মুজিবের ছয়দফা বাঙালির মুক্তির মূলমন্ত্র।

পাক জমিন সার সাদবাদ যার অন্তরে
তার কাছে মুজিব তো খারাপই হবে
ত্রিশ লাখ শহিদের রক্ত যারা মাড়ায়
তারাই তো পৃথিবীতে মুজিব বিদ্বেষ ছড়ায়।