আজও মনে পড়ে সেই ধবধবে সাদা হাত
মনে ভাসে আজও সাদা হাতে সোনালি ঘড়ি
মনে পড়ে আস্তে করে বলা কথাগুলো তোর
মনে পড়ে সেসব চঞ্চলতা তোর মিষ্টিমধুর।
মনে পড়ে সাদা আর্টপেপারে আকা ফুল
সেই সরু সরু দুটি মেহেদী রাঙা হাত
মনে পড়ে দুষ্টুমি করে কথা বলার কৌশল
মনে পড়ে সেই রাত্রিবেলার বার্তার আলাপ।
আজও মনে পড়ে নিকাবে আবৃত মুখখানা
মনে ভাসে সেই ডাগর ডাগর চোখ দুটি
মনে হয় সেই দিনগুলোর কথা, খুব বেশি
মনে পড়ে সেই চিরচেনা কন্ঠস্বর, সুরলহরী।
মনে পড়ে সেই কথাটা- আমি জানি না
মনে পড়ে এটাও - আমি এতসব বুঝিনা
আজও মনে পড়ে তর প্রতিটা কথোপকথন
মনে আজো রেখেছি সব করিয়া যতন।
আজও গোপনে পড়ি তোমার করা বার্তাগুলো
অপলক চেয়ে থাকি তোমার ছবির পানে
তুমি আমার হবে না আর? তবুও ভালোবাসি
সারাজীবন তোমাকেই ভালোবেসে যাবো।
সমুদ্রের ঢেউয়ের মতো না হারালেও পারতে
থাকতে পারতে তুমি সারাটি জীবন পাশে
জানি চাইলেও পারতে না, তুমি নিরুপায়
ভাগ্যদোষে হারিয়েছি আমি নিজেই তোমায়।
হে অষ্টাদশী কন্যা,
আজও কবিতা লিখি তোমার কথা ভেবে
বলেছিলে না একদিন কবিতা লিখে দিতে
আজ সব কবিতাই তোমাকে লিখে দিলাম।
উৎসর্গ : আমার অত্যন্ত প্রিয়জন যাকে প্রথম ভালোবেসে ছিলাম, আমার সেই প্রথমাকে।