শূণ্যতায় ভরা এ শহরে
ভাবি জেগে রাত্রি দ্বিপ্রহরে
নিস্তব্ধতায় খুজি যাহারে
সত্যি কি আমি পাবো তাহারে?

মায়াবী ঐ দুটি চোখেতে
প্রেম জাগায় মম বুকেতে
যাকে ছাড়া জীবন অসহায়
সে কি চাইবে কবু আমায়?

যার একটি কথার অপেক্ষায়
আমার কত রাত্রি কেটে যায়
মোর ভালোবাসার বিনিময়ে
সে কি আসবে কবু জীবনে?

হে কল্যাণী,
শুনো কি বলিতে চাই আমি
তুমি ছাড়া জীবন অসহায়
স্বর্গলোকেও চাইবো তোমায়!

দিবা নিশিতে বার্তাযোগে
আর কতবার বলতে হবে
তুই ছাড়া আমি বড় অসহায়
এই মন শুধু তোকেই চায়।

শোনো পাগলি
তোমাতে আসক্ত আমি
তোমাকেই খুজি রাত দ্বিপ্রহরে
ভালোবাসাটা মোর সত্যি রে।