জন্ম মৃত্যুর এই আবর্তনে
পূর্ণজন্ম হবে কি না? জানি না!
তবে এটা জানি প্রিয়তমা মোর
হয়তো কবু আর দেখা হবে না!
মৃত্যু কেড়ে নিলে নিক জীবনের গতি
তবু মায়া না জন্মাক আর কারো প্রতি
মায়ার মোহনজাল বড় বেদনাদায়ক
যে হারায়নি সে কভূ তা বুঝবে না!
যারে স্বর্পে দংশিছে সেই তো জানে
বিষের জ্বালা কাহাকে বলে
সবাই কি সে জ্বালা বুঝিতে পারে
পারে বলে মোর মনে হয় না।
নিকোটিনের ধোয়া ভূলায় তোমায়
নেশা হয় হোক, ভূলিতো তোমায়
নিজ হাতে নষ্ট করিলাম সাধের জীবন
আকাশের এক পরীকে ভালোবেসে ।
শুভ কামনা রইলো প্রিয় মানুষটার প্রতি
ভালো থাকুক সে, হোক সেও প্রবাসী
টাকার সাগরে সাতরে উঠুক, নাই বা
বলুক আপনাকেও আমি ভালোবাসি।
উৎসর্গ :
প্রিয় অষ্টাদশী কন্যা যার বিরোহে আমি কবিতা লিখি, আমার সেই পাগলিকে 😅💔