দুটি হৃদয়ের শ্বাশত মিলনের নাম বিয়ে
কত শত ভালোবাসা জমা রাখা আছে
সব ভালোবাসা দেব তোমায় উজাড় করে
হে অপরিচিতা, মোর অর্ধাঙ্গিনী প্রিয়া।
তোমাকে দেখিনি কভূ, হয় নি কথা
তবু তুমি যে আমার শুধুই আমার
খোদার কলমে লেখা তুমি মোর
তুমি তো মোর বাম পাজরের হাড়।
হে অপরিচিতা হে প্রেমাসক্তা প্রিয়া
তোমার আমার জুটি তো নির্ধারিত
এই বন্ধন চিরায়ত, কবু টুটবে না
তোমার আমার জুটি চির নির্ধারিত।
যে দিন তোমায় দেখিব প্রথম সেদিনই
ভালোবাসিব তোমারে আমি হে প্রিয়তমা
কভূ দেখা হয়েছে কিনা জানিনা
তুমি কভূ মোর স্বপ্বেও আসো না।
এসেছিলো যারা, তারা চলে গেছে
তুমি আসবে কবে বলে দাও এবার
চব্বিশ বছর হয়ে গেলো নাই দেখা তোর
কোন গ্রামে বাড়ী কিংবা বাসা কোন শহর।
উৎসর্গ :
আমার বাম পাজরের হাড়, আমার ভবিষ্যৎ জীবন সঙ্গিনীকে। কোথায় হে অপরিচিতা