কবিতাকে অনেক কাকুতি মিনতি করে বললাম তাকে নিয়ে দু'একটা চরণ লিখতে
কিন্তু, কবিতা একগুঁয়ে আচরণের মানুষের মতো বায়না ধরে বলে, তার কথা লিখে শুধুই কলমের কালি নষ্ট হবে, বরং তুমি কষ্টই পাবে
তাকে নিয়ে লিখলেই তো আর ফিরে আসবে না
তাকে তো আর আপন করে কভূ পাবেও না
সে তো সেই কবেই অন্যের হয়ে গেসে
ভূলে যাও কবি, তোমার প্রিয়তমা রাজকন্যাকে