কালো রং পছন্দ কর তুমি
তবে কালো মানুষ কেন নয়
কালো বলে অবহেলা কর কেন
কালো মানুষরা কি মানুষ নয়?
সাদা চামড়ার অহংকার কর কেন,
রুপ যৌবন তো আর চিরস্থায়ী নয়
কালো বলে কি সে প্রেয়সী হতে পারে না
সেকি কভূ কারো স্বপ্নের রাজকুমারী নয়?
চামড়ার লোভে যারা ভালোবাসা চায়
অবশেষে তারাই তো কপাল চাপড়ায়
কালো, ধলো বাহিরের আবরণ খোলস
ভিতরে তো লাল, নাকি রক্তেও ভিন্নতা?
কবির মহাসাধ কোন কৃষকুমারীর জন্য
নিজেকে বিলিয়ে দিবে অনায়াসে, দয়া নয়
হৃদয়ের গহীনের ভালোবাসায় আপন করিবে
তাহার সাথেই বাধিবে এক সুখের আলয়।