শেষ নিঃশ্বাস ত্যাগের আগে
শুধু একটি বার তোর কন্ঠে
একটি বাক্য শোনার বড্ড আগ্রহ
আমিও তোমায় ভালোবাসি প্রিয়।

জীবনের পথে আরও একটি বার
অধিক আগ্রহ নিয়ে তোমায় দেখতে
বড্ড বেশি ইচ্ছে হয় আমার
অপলক দৃষ্টিতে থাকিয়ে থাকতে ।

আরও একটি বার তোমার সাথে
অধিক আগ্রহে খোশগল্প করার
আমার বড্ড ইচ্ছে করে প্রিয়,
কখনো কী আর কথা হবে?

তোমাকে দেয়া সেই নামটা ধরে
ডাকতে মন চায় চিৎকার করে
ভয় আর শংকায় জর্জরিত হৃদয়
তোমায় ডাকলে হাউমাউ করে কাঁদে।