অনুপম কিংবা কল্যাণী
কেউ কি তবে ভালোবাসেনি?
প্রতাপ নামের সেই ভবঘুরে
অবশেষে পায়নি কেন তার সুভাকে?

ভাগ্যটা আমারো প্রতাপ-অনুপমের
প্রিয়া স্মরণে লিখি কবিতা প্রেমের
পাগলিটা হয়েছে আজ অন্যের বউ
প্রিয় নামে ডাকে আজ অন্য কেউ।

সে হয়তো ভূলে গেসে আমার কথা
আমি আজও ভূলি নাই হারানোর ব্যথা
যদি হঠাৎ করে সে মোরে দেখিতে পায়
হয়তো সেদিন সে চিনবে না আমায়।

প্রতি রাতে তার ছবি দেখি একবার
কাদাতে আসে সে স্বপ্নে আমার
ঘুম ভাঙ্গলে তারে আর খুজে নাহি পাই
আজও তারে সংগোপনে ভালোবেসে যাই।

তাহার বলা শেষ কথাটা হৃদয়ে দেয় ব্যথা
ক্ষণে ক্ষণে বাজে কানে তার বলা সে কথা
বলেছিলো পাগলিটা মোর দুআ করে সে
যোগ্য একটা মানুষ যেন জুঠে মোর কপালে।


উৎসর্গ: আমার জীবনের সেই স্পেশাল মানুষটা, যাকে নিয়তির খেলায় হারিয়েছি। তার জন্য ভালোবাসা ছিলো,আছে,থাকবে। ভালো থাকুক সে।