ধর্ষিতা শিশু আজ হাসপাতালের বিছানায়
মৃত্যুর সাথে আজ সে পাঞ্জা লড়ে যায়
বাসেতে নারী কেন স্বামীর সামনে ধর্ষণ হয়
ধর্ষিতার লাশ কেন রাস্তায় পড়ে রয়?
ধর্ষিতা হয় না শুধু সেই মেয়েটি
ধর্ষিত হয় দেশ, ধর্ষিতা মা- মাটি
ধর্ষণে খুজো যারা পোশাকের দোষগুন
তবে কেন ধর্ষণ হয় মোর দ্বীনি বোন।
নিপীড়ক ছাড়া পায়, বক্তব্য তার অশ্লীল
চুপ থাকে নারীবাদী আর নামধারী সুশীল
কত কথা কত বাণী দিয়ে যায় নেতাজি
হয়তো কোন ধর্ষক সেই নেতার কর্মী।
বাপ হয়ে মেয়েকেও দেয় নাই ছাড়
পিতা নয় সেই লোক আস্ত একটা জানোয়ার
ছি ছি ছি, ওয়াক থু ধর্ষকের মুখেতে
ফাসি চাই ধর্ষকের, দিতে হবে প্রকাশ্যে।
গ্রেফতার নাটকের শেষ এবার দেখতে চাই
সারা বাংলা চিৎকার করে - ধর্ষকের ফাসি চাই
সরকার মহাজন চোখ, কান কি বন্ধ
ধর্ষকের বিচার কার্যে তুমি কেন অন্ধ?
ধর্ষকের ফাসি চাই, প্রকাশ্যে ফাসি দে
নইলে বেটা তাদেরকে মোদের হাতে তুলে দে
গদির চিন্তায় নীতি ছাড়া মহাজনী সরকার
ধর্ষকদের ফাসি দে, নইলে বেটা গদি ছাড়।