প্রতি রাতে ভালোবাসা নিলামে উঠে
তীব্র বাসনা জাগে তাকে পাবার
কিন্তু সে তো আর কভূ ফিরবে না
সে তো এখন অন্য কারো হয়ে গেছে।

মনের মধ্যে পোষা ভালোবাসা আর
মোবাইলের মধ্যে থাকা তার মেসেজগুলো
কোন এক রৌদ্রময় দিনের ছাদে উঠা ছবি
কিংবা মেহেদী রাঙা হাতে অন্যের পাশে
বড়ই যন্ত্রণা দেয় আমাকে, সে তা জানে?

তার প্রতিটি কথা, প্রতিটি মেসেজ
আজও মনে করি অশ্রু বিলাস করি
কবির রাজকন্যাকে কবি বড্ড ভালোবাসে
মনে হয় ছিনিয়ে আনবে তাকে
সেই বিত্তশালী স্বামীর বাহুডোর হতে!

সে যাকে ইচ্ছে ভালোবাসুক
যার সাথে ইচ্ছে সংসার করুক
কবির শুধু একটাই বাসনা, একটাই চাওয়া
পাগলীটা শুধু খোজখবর নিক
আর দুচারটে গালগল্প হোক কবির সনে।

পাঠকের মনে প্রশ্ন জাগিয়া উঠিবে
তাহলে কবি কি এখনো তাকে চান?
হ্যাঁ, কবি তাকেই চান জীবনসঙ্গীনি হিসাবে
সাত বাচ্চার মা হলেও তাকে পেতে চান
কবি দেহের নয়, মনের প্রেমে মগ্ন।