তুমি ভাঙ্গছো মাজার
পুড়ছে হাজার মুসলমানের অন্তরখান
তুমি দরবারের সব কিছু  নিচ্ছো লুটে
এই কি তোমার সেই পাক্কা ঈমান?

তুমি সেই লুটতরাজের আগ্রাসী না?
বত্তিরিশের মুজিব ভবনে আগুন দিলা
তুমি কি সেই জ্ঞান পিপাসু মৌলবী না
যে লুঙ্গির নিচে বই লাগিয়ে ছিড়ে দিলা?

তুমি সেই ঢাকার ভাতের হোটেলের না?
ডাল ভাতের বিনিময়ে তোফাজ্জলকে হত্যা করলা -
তুমি সভ্য তো নও
ছুইনি তোমায় সভ্যতাও
তুমি ছাড় দিলা না পঙ্গু ছেলে মাসুদকেও।

তুমি সেই চেতনার ফুলঝরানো বালক কিনা?
আতকা নতুন ঝান্ডা নিশান উড়াইছিলা -
বত্তিরিশের মুজিব বাড়ী পোড়াইছিলা
গণভবনে গণলুটের অংশ ছিলা
মুর্শিদপুরে গরুচুরির সঙ্গী ছিলা!

এখন কেন ভবিষ্যতের চিন্তা কর-
ইলিশ কেজি বাইশো হলো, সাবাশ বলো
মুলা, আলু, ঢেড়স, গাজর সবই আগুন
এবার বলো - আসবে কিন্তু আরেক ফাগুন!

ফাগুন আসবে দ্বিগুন হয়ো -
পেটে না হয় জ্বলুক আগুন
ডিমের দামে বেহুশ আমি
অপেক্ষায় আছি আসুক ফাগুন।

সেই ফাগুন এলে ফুল ফুটবে
চিবিয়ে খাবো কৃষ্ণচূড়ার লাল ফুলটা
গরুর মাংস কিংবা পোল্ট্রি পাইনা খেতে
চিবিয়ে খাবো নতুন আকা মানচিত্রটা!