আমি তার কেউই না
যদি কেউ হতামই তবে, সে
ভাবতো নিশ্চয়ই আমাকে নিয়ে।
সে কখনো ভাবেনি
তাকে কতটা ভালোবাসি
সেটাও বুঝার চেষ্টা কবু করেনি।
তাকে ভাবায়নি কবু
এত ডিপ্রেশনের পরও আমি
কিভাবে থাকি এত হাসিখুশি।
আজও দেখিনি সে
কবু আমায় নিয়ে কিছু লিখেছে
হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকের স্টোরিতে।
সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে
সে ইমোজির নিচে কতজনের পিক দেয়
কবু দেখিনি আমার একটি ছবি তার ওয়ালে।
অনেক ভেবেচিন্তে বলছি -
সত্যিই আমি তার কেউ না
কেউ হওয়ার মতো কিছুই দেখিনা।
আগের মতো যোগাযোগ নেই
কিছু জিজ্ঞেস করলে তিনদিন পর রিপ্লে
কিছু বলতে গেলে একগুচ্ছ কথা শুনতে হয়।
মনকে শান্ত করতে
তাকে মেসেজ দেই মাঝে মাঝে
কিন্তু উত্তরে সান্ত্বনার বদলে হতাশা বাড়ে।
দুআ করি ভালো থাকুক সে
শুভ কামনা রইলো তার জীবনের তরে
তাহার সুখেই হোক আমার সান্ত্বনার সুখ।
সবাই থাকুক প্রিয়জনের সাথে
বিচ্ছেদের অনল জ্বলুক না হয় আমার বুকে
বিরহের ছন্দ বুনি না হয় আমি প্রিয়া হারানোর শোকে ।