একটি উৎসাহমূলক কবিতা শুনার জন্য
অধির আগ্রহে বসা ছিলো মুক্তিকামীরা
উত্তেজনা আর মুক্তির শপথ নিয়ে
অপেক্ষা করছিলো এক মহান নেতার।
অধির আগ্রহের অবসান হলো,
নেতা এসে দাড়ালেন জনতার মঞ্চে
মহাকালের সেই চিরচেনা তর্জনী উচিয়ে
পাঠ করা শুরু করলেন অধিকার রক্ষার ছন্দ।
কবির কন্ঠে ধ্বনিত হলো অধিকারের কথা
লাখো প্রাণে দোলা দিলো- প্রস্তুত থাকবা,
কবির কন্ঠে স্বরিত হলো সংগ্রামের ছন্দ
সমস্বরে ধ্বনিত হলো চেনা শব্দ জয় বাংলা।
বাঙালির মহাকাব্য চর্যাপদ কিংবা গীতাঞ্জলি
বৈষ্ণব পদাবলি কিংবা অগ্নিবীণা নয়
বাঙালির মহাকাব্য - আটারো মিনিটের ছন্দ
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
সেই চিরচেনা তর্জনীর আহ্বানে - উদ্দীপ্ত হয়ে
ঝাপিয়ে পড়েছিলো তরুন দেশ রক্ষার যুদ্ধে
সেই কবিতা আমাদের জন্য মুক্তির সনদ
মার্চের সাত আমাদের চেতনা - উৎসাহ।
স্বাধীনতা শব্দ আমাদের হলো যে কবিতায়
সে কবিতা ভূলার মতো স্বার্থপর আমি নই
সেই কবিতা যুগে যুগে প্রতিবাদ শেখায়
এমন মহাকাব্য কভূ ভূলার মতো নয়।