সমাজে বেঁচে থাকা মানুষ, একমাত্র আমিই। বাকিরা মরে গেছে। জীবন্ত মরা। যাদের না আছে কোন বিবেক। না আছে কোন আদর্শ। না আছে ভাল এবং মন্দ বিচারের ক্ষমতা। এদের মধ্যে সবাই নিজের রক্তের উপর অন্ধ বিশ্বাসের মত পুজা করতে এক ন্যানো সেকেন্ড সময় নেয় না। কারও ভেতরে ইতিবাচক ধারণা নেই। গ্রহণ যোগ্যতার খাতিরে বিজ্ঞানের আশ্রয় নিলেও শেষমেশ কু প্রবৃত্তির কাছে সেজদা দেয়। এদের মধ্যে ঐক্যবাদ আছে। এদের মধ্যে আছে প্রগাঢ় উৎসাহ যা প্রগতিশীলদের প্রতি নিরুৎসাহিত করতে বিশেষ ভূমিকা পালন করে। সেজন্য আমি বরাবরই বলি, আমি ভুল করেছি। আমি ভুল করেছি এমন অন্ধকার জগতে এসে। যেখানে নিজের বলতে কেউ নেই। চরম বাস্তবতা বলতে কি বুঝ? এমন প্রশ্নের উত্তর এনারা কেউ জানেন না। তবে জানবেন সময়ের কাছ থেকে সঠিক সময়ে। অগ্নি উৎপাতেরও সময় আছে। তাহলে কি আমার সময় থাকবে না? সক্রেটিস কোথায়? প্লেটো আজ আর বই হাতে নেয় না। তার হাতে এখন প্রযুক্তির সন্ত্রাস।
বিঃদ্রঃ এসমস্ত আউল ফাউল লেখা পড়ে সময় নষ্ট করার জন্য অভিনন্দন। চিন্তার খোরাক পেলেন কি না জানিনা। সৈয়দ শামসুল হক তাঁর সৃষ্টিতে বলেছিলেন, "আমি কার কাছে গিয়া জিগামু সে আমারে দুঃখ দেয় ক্যান"। তাহলে কি ঈশ্বর ঘুমিয়ে গেছেন? নাকি আমি ঈশ্বরের কাছে ব্যর্থ মুসাফির।