সূর্য স্নান করে
লৌহ ইস্পাত হও
তোমার গালে
বালি চিকচিক করে।
সোনার ফসল ফলায়
সোনার হাত
পাললিক গর্ভে
সুচ ফুটিয়ে।
মধ্যে রাতে আকাশ-মাটি
সব সমান দেখায়
সবুজপত্রের খামে পত্র পাঠাবে
প্রভাতের ভেজা ঘাস।
পায়ের তলায় জীবন
যেখানে অমৃত সত্য ও সুন্দর
মুখের হাসিতে সেখানে
জ্বলজ্বল করে অকৃত্রিম মুক্তা।
আঙ্গুলের মাচায়
লতানো ছোট ছোট গাছ
তালুতে স্নায়ুর শেকড় ছুঁয়েছে
পৃথিবী গড়বে তাই।
নাকের ঘাম বেয়ে
হয়ে ওঠে নদী
সীমান্তের রেখা
যেখানে সমান্তরাল- কৃষক, পিতা আমার।