ঘুমিয়ে পড়েছ!
জেগে ওঠো সকাল- জেগে ওঠো
বহু দূরগামী জাহাজ ভিড়েছে নবীনের তীরে
ছায়া আজ না থাক তবুও পুঁতেছি চারা অশথের ভীড়ে।
বসন্ত এলো বলে,
মনের ডগায় আজ মুক্তির গান
নগরীর দেয়াল ঘেঁসে বয়ে যায় হিমেল কলতান
হঠাৎ বিকেল বেলায় ঘাসের পল্লবে মিশেছে রৌদ্র স্নান।
তুমি কি দেখনি?
সন্ধ্যার আঁচলে নিবেদিত প্রাণ প্রথম জোনাকি
নক্ষত্রের আকাশ পেরিয়ে লাল সবুজের দেশে
ওরা আজ মুক্ত স্বাধীন বিজয় শাণিত আঁখি।
পুকুরের জলে,
হাঁসের পালকে জল টলমল করে
বিজয় ছিনিছে ওই লাল মেঘ জয় বাংলার বলে
মৃত্তিকা কালো মানুষ চাষা সবুজ পত্র ফলায়
ফসলের দেশে আলো শুধু আলো নৌকার মাঝি মাল্লায়।
তরুণ- নবীন- যুবতী- প্রবীণ,
লাখো মুজিব সেনা-
এক হয়েছিল পাঠশালাতে চুকিয়ে সকল দেনায়
উড়ছে নিশান বিজয় মিছিল মৌরি ফুলের দানায়।