নিরবে শব্দ শুনো সুদক্ষিনা,
ঐ যে আকাশে এক ফালি চাঁদ।
জানো তো, আজও একাকীত্বের কাপড়ে নৃত্য করে
নীড় হারা ক্ষুধাতুর শিশু
প্রেম জলের সীমানায়,
অস্পষ্ট মুখচ্ছবি তোমার
যেন - হেমন্তের কুয়াশা।
কুয়াশার আড়ালে বাঁশি বাজায় রাতের প্রহরী,
হিংস্র শেয়াল গুলো ঝিমিয়ে পরেছে আশ্রয় খুঁজতে খুঁজতে,
তোমাকে ভাবতে ভাবতে হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম।
চোখ খুলে দেখি-
কোথাও একমুঠো মাটি নেই
কোথাও একমুঠো মাটি নেই।