বিষণ্ণ বদন আর তলাখসা চপল
মাথার উপর সন্ত্রাসী সূর্য
ঘামের পাঁজরে ফ্যাকাসে স্রোত
অজান্তে পোড়ায় জ্যান্ত পৃথিবী।
চলে যায় রুপালি ইলিশ
চলে যায় ফলওয়ালা দেব
আমি কুকুরছানার মত শুকি
অন্যের বাজারের থলেতে।
হেলায় ফেলায় মুছে যায় সমস্ত দাগ
বেনিয়মের ক্ষোভে নিশ্চুপ অভিযোগ,
দগ্ দগদগে সময়ে ভুলে যায় শুভকর
বিষণ্ণতা আবারো হোক আবারো হোক।