জানা অজানা লোকালয়ে
অজস্র পুষ্পমঞ্জরি সুগন্ধ ভেসে,
প্রচণ্ড খড় তাপে বৈশাখ উঠেছে হেসে
এক বুক অশান্ত মন বর্ষাকে ভালোবেসে।
ইচ্ছে করে আজ ছুটে চলি নিরুদ্দেশে
কামনার স্পর্ধিত দহনে বিলীন এ মানুষ কাঁদে,
সেদিনও দেখেছি বকুলের মালা পরেছিল শুকনো ঘাসে
সাধনার ঠাঁই নাই ঠাঁই নাই নারীর জল শূন্য বুকে।