আঙিনার চারপাশে
রাত জাগা মানুষের ভীড়,
শীতের কুয়াশা ম্লান করে
টিপি টিপি পায়ে,
ক্লান্ত শরীরে কারা যেন অপেক্ষায় সেদিন
বলেছিল এইখানে হবে শহীদ মিনার।
আকাশের সাক্ষী চাঁদ,
পৃথিবীর জল আর মাটি দিয়ে,
নতুন প্রাণ পাবে ভাষার স্তম্ভ
বাংলা বর্ণমালার মিনার।
গাছে গাছে থরথরে চেতনার রঙ্গে
ফুটেছে শিমুল পলাশ কৃষ্ণচূড়া
রফিক সালাম বরকত জব্বার জীবন্ত রাজপথে,
বাঙালির রন্ধ্রে,
ইতিহাসের পাতায় লিখে রেখে গেছে অবিনাশী বর্ণমালা।
মাতৃভাষার গ্লানে চির অম্লান
আমার একুশ
আমার বায়ান্ন
বাঙালির প্রাণ
মায়ের আশীর্বাদ- আজন্ম ঘ্রাণে আমার বাংলা বর্ণমালা।