লাল না কেবল ভালোবাসার, দুঃখ কেন লাল হলো?
লাল না কেবল দেহের ভেতর; বাইরে কেন বের হলো?
তোমরা না সব ভদ্র মানুষ; স্বার্থান্বেষী নও-
টিভি খুললেই ভাষণ দেখি, "ভালো মানুষ হও!"

আর কতকাল মুখোশ দিয়ে ঢাকবে নিজের দোষ?
আমজনতার ঘুম ভেঙেছে; রক্ত দিয়ে উপোষ!
কার ঘাড়েতে কাঁঠাল ভাঙো; কার ঘাড়েতে খাও?
কাঁঠাল খাওয়া শেষ হয়েছে? আরেকটু ঘুমাও!

খুব বেশিদিন নাইকো দেরী; ঘুমের হবে গুম,
শহীদ হওয়া প্রতি ফোটা রক্ত দেবে চুম!
আমার ভাইদের মাংশ-কাবাব আর কতকাল খাবে?
রক্তচোষা দাতগুলো সব এবার ভোতা হবে!