প্রিয়তমা প্রিয় তুমি, ভেতর ঘরের পাখি,
ইচ্ছেগুলোর পাশে সাজাই, হৃদ মাঝেতেই রাখি,
ঘরের চাবি তোমার নিকট, তুমিই খোল তালা,
সাধ্যি নাই যে কভু আমার, শুধু প্রতিক্ষারই পালা।
ইচ্ছেগুলো তোমায় নিয়ে, স্বপ্নগুলো সঙ্গি,
বাঁধব দুজন সুখের ঘর, সুখ বুঝি তোমার মাঝেই বন্দি।
ইচ্ছে আছে তোমায় নিয়ে পাড়ি দিব বহুদূর,
হাঁটতে হাঁটতে গাইব দুজন বেশ প্রণয়ের সুর।
আজ সময়ের বছর বিশ, পার হয়েছে বেশ,
আমিবিহীন কার মাঝেতে উড়াও তুমি কেশ,
স্বপ্নগুলোর বেহাল দশা, স্বপ্ন মালিক কই?
তাইতো বুঝি মন মাঝেতে দুঃখদের হইচই!
আমি প্রিয় গত হয়েছি এইতো গতকাল,
তুমি এখন ভবিষ্যতের চিন্তাতে মশাল।
আমার ইচ্ছেগুলোর মৃত্যু হয়েছে তোমায় ছাড়া কবেই,
স্বপ্নগুলোও যাবে বাড়ি দাফন হলে তবেই!
শেষ সময়ের জানাযাতে দেখতে আমায় এসো,
ইচ্ছেগুলো গুণে গুণে হিসেব কষে দেখো,
সবগুলোকেই দাফন দিও, আমার হবার সাথেই,
শেষ জ্বালাতন হতে তুমি মুক্তি পাবে তাতেই।
লেখার সময়ঃ দোসরা জুন, দুই হাজার উনিশ