চলো স্বপ্ন ছুঁই,
চলো হাত ধরে মিষ্টি হাঁসি,
চলো ছন্দে ছন্দে কাব্য লিখি,
চলো হাত ধরে এই পৃথিবী দেখি।

চলো ভাসাই নিজেকে,
চলো মেঘ পাড়ায় পারি জমাই,
মিষ্টি হাতে ইচ্ছে কামাই,
চলো হাতের ছোঁয়ায় বৃষ্টি নামাই।

চলো মনের রঙে ব্যাঘাত ঘটাই,
ইচ্ছেমতো তুলি চালাই,
চলো মুখ ভেঙাতে ইচ্ছে ভাঙাই,
স্বপ্ন রঙে তোমায় সাজাই।

চলো অপেক্ষাতে প্রহর গুনি,
আসবে দিন স্বপ্ন শুনি!
চলো আবেগ তাড়ায় তোমায় হারাই,
নিজ ভেতরে ভাগ্য কামাই।


তারিখঃ ১২-০২-২০২০
সময়ঃ দুপুর দুইটা বেজে বারো মিনিট