মানুষ, মানুষেই মাতে প্রভেদে
মানুষেতেই মেশে
মানুষেতেই পাতে সংসার
মানুষে-মানুষেই আবার ছারখার।
এসব বিভেদ-দ্বন্দে মানুষই আবার বিচারক হয়,
মানুষই মানুষ মারে, মানুষেতেই ভয়!
আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষই শ্রেষ্ট জীব,
মানুষের তরে মানুষ বাঁচবে, মানুষের তরেই নির্জীব!
তবে মানুষ, রাখবে সদা মনে
দ্বীপের মাঝে পড়েনাকো কেউ কেবল আনমনে
এসেছো যেহেতু, অবশ্যই আছে হেতু
খুঁজতে তবে নিজেকে চেনো আগে।
মায়ের পেটে, কোনমতে এঁটে দশ মাস কেন?
ফোঁটা থেকে বোটা হয়ে মাংশপিন্ড ছিড়ে-
বেড়েছে যতই হয়েছ তুমি ধীরে ধীরে
কেনই বা হলো, কীই-বা প্রয়োজন
তুমি আসবে, তাতে কেন এত আয়োজন?
শুণ্য সরণের কাজে নাকী হয়না কাজ,
ফিজিক্স তো তাই বলে,
তখনই হয় কাজ - যদি নড়ে চড়ে।
তুমি কি পড়ো নাই, নিউটন কি বলে
ঘটবে না কিছুই কেবল শূণ্য বলে
তবুও কি ভাব, হয়েছো তুমি একা একা
কে করল এর শুরু, ভাঙলো কে জড়তা?