সাব্বির আলম চৌধুরী
তুমি মাবুদ কবুল করো
মোদের এই মুনাজাত
সাহ্রীর ও ইফ্তারের সময়
মাবুদ ও দয়াল মাবুদ
তুলেছি আমরা যে দু’হাত।
করো করো কবুল করো
ইয়া ইলাহী ইয়া ইলাহী
তাহজ্জতের ও পরে তুলেছি
ইয়া ইলাহী আমরা দু’হাত।
করো করো হে দয়ার মাবুদ
কবুল করো ছিয়ামের মাসে
তুমিতো বলে ছিলে মাবুদ
কবুল করিবে ছিয়ামের সাথে।
যানিনা গো মাবুদ কবুল হলো কিনা
আমি পাপিও তোলা এই দু’খানা হাত
সকল হাতের মাঝ থেকে গো মাবুদ
কবুল করো যে কোনো পছন্দের দু’হাত।
যে হাত দু’টি পছন্দ হয়
কবুল করে নাও সে দু’টি হাত.......
তাহারো উচিলায় করো মাবুদ
কবুল করো দয়া করে আমারও হাত
তোমার দয়ার সাগরে ভাসিয়েছি
মাবুদ আমাদের প্রত্যেকের
এই দু’খানি হাত
তোমার ইচ্ছা হলে তবে মাবুদ
কবুল করে নাও তাহারও দু’হাত।
আমি পাপির লজ্জা হয়
চাইতে তোমার কাছে ক্ষমা
তবুও চাই গো মাবুদ আমি
কিয়ামত ও জাহান্নামের ভয়ে।
করো করো কবুল করো গো
ইয়া ইলাহী পরোয়ারদিগার
তুমি যদি করো গো দু’হাত কবুল
শেষ দিনেতে পাবো আমরা যে পার।
ইয়া ইলাহী পরোয়ারদিগার
শোন গো আমাদের সকল কথা
দিওনা আর এই ছিয়ামের মাসে
ফিরাইয়া আমাদের বার বার।
তুমি তো ছাত্তার তুমি তো গাফ্ফার
তুমি তো রহিম তুমিই রাহমান
তোমার রহমাতে করে দাও মাবুদ
শেষ বারের মতো ক্ষমার দান।
তুমি মাবুদ কবুল করো
মোদেরও এই মুনাজাত
ইয়া ইলাহী কবুল করো
আমাদের দু’খানি হাত
কবুল করো কবুল করো
মোদের সকলের এই মুনাজাত।
সাব্বির আলম চৌধুরী
তারিখ ঃ ২৩০৬১৫
সময় : ০৩-৫৭ ভোর রাত
স্থান ঃ নিউ পল্টন লেন
আজিমপুর, ঢাকা-১২০৫