প্রতি হিংসায় জড়াতে চাইনি
তুমিই বাধ্য করেছ আমায়
সম্ভাবর লড়াই চালাতে শিখালে
আসামিতে অন্তরভুক্ত করে।
কি এমন অন্যায় ছিলো
এমন করতে পারলে
ভালোবাসা কি আন্যায়
তাহলে বলে দাও।
নয়টি বছরের অপেক্ষিত প্রহর
ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলে
এ সাজ বেলার নয় ঘটিকায়
হৃদয়কে কাটায় আক্রান্ত করে।
ছলচাতুরে বিলম্বিত করেছ
মহাপ্রহরের নবম দশমিকে
উচ্ছাস বিতাড়িত করেছ
ইচ্ছার ষড়যন্ত্র মন্ত্র দিয়ে।
আর বলছ ইভটিজিং করছি
এর ফলে মামলায় ঝুলালে
কি হয়েছে এতে আমার
আজ না হয় গাঁ-ঢেকে আছি।
চৈতন্যদের আঙ্গিনা পেড়িয়ে
আর যাইনা তোমার আঙ্গিনায়
এই পৌষে আছি বসে বেষ
অক্লান্তের নেইত আর রেশ।