দেখিও না দোখিও স্বজনি
যে হাড়িয়ে যাবো আমি।
সাদা চাদর খানি কে দিবে পড়িয়ে
কেবা নিবে আমায় তার বুকে জড়াইয়া
কালিমা বলে ঈমান খানি করো সঠিক
আমার বুকে ঠাই পাবে তখন ঠিক ঠিক ॥
দেখিও না দোখিও স্বজনি
যে হাড়িয়ে যাবো আমি।
দেখিও না দোখিও স্বজনি
আড়াল হতে লুকাইয়া লুকাইয়া
যে হাড়িয়ে যাবো আমি
কাঁদিও না কখনো তুমি গুমরাইয়া।
যতই আড়ালে থেকে দেখবে তুমি
পাথর দু'চোখে দেখব তোমায় আমি
কতো লোক দিবেনা তোমায় গো
একটিবার আমায় তুমি দেখতে ॥
দেখিও না দোখিও স্বজনি
যে হাড়িয়ে যাবো আমি।
কতো লোক আসবে ছুটে
দূর দূরান্ত হতে আমায় দেখতে
তুমি আসবে বলো কেমন করে
আলিগরের বদ্ধ কুঠরি ভেঙ্গে।