1/
পাওয়ার মাঝে ভালাে থাকা না।
মানের সাথে ভাব করলে ভালো থাকা যায়।

2/
মন চাইলে নিবে যে কাছে
দিব বন্ধুত্বের তার হাতে
পাবে খুজে সর্বকালে
প্রতিটি লাইনের ভাজে ভাজে।

3/
মরার মাঝে বাঁচা
মনের বিনিময়
মনকে আবার খোঁজা
যায় যদি কখনো বন্ধু
তা ফিরে পাওয়া
মরার মাঝেউ বাঁচা।

4/
মনের সন্দুর বড় সুন্দর
খুজে পাবে যখন অন্ধর
ছুটতে হবে তুমি বন্ধু
মন যমুনারই বন্ধুর।

5/
ভাবনার ভাব সাগরে
যাবে তুমি ভেষে
সাজ সকালে পাল তুলে
দিও আবার নাও ভাসিয়ে
পাবে ঠিক বন্ধু খুজে
প্রদিব জলাংজলের শেষে।