বীর মাতা তোমরা সকলে ধন্য
তোমাদের গর্ভে বীরদের জন্ম
ধন্য ধন্য ধন্য বাংলার মাটি
সেকালে বীর ছিলো খাঁটি।
লাখো মুক্তি বাহিনী ছিলো
রাতের সময় বেমানান কালো
পাক হায়নাদের পিপাসা
লাল রক্তের ছিলো নেশা।
সাত বীর ছিলে তোমরা
বাংলা লক্ষ জীবনের স্বপ্ন
বিক্ষিপ্ত করেছিলো তখন
বঙ্গ বন্ধুর বাঙ্গালী কণ্ঠ।