বিজয়ের অপেক্ষায় দিন শেষ
ফিরে এলো এমাস সে অবশেষ
একটি বিজয় ছিনিয়ে আনতে
সমুদ্র সমান রক্ত দান করে।
বিজয়ের জন্য কি না হল
বিজয়ের জন্য লাখো প্রান
বিজয়ের বদলে খেতে হল বুলেট
বিজয়ের বদলে দিতে হল
অগণিত মা-বোনের ইজ্জত।
আজ পেলাম আমরা বিজয়
যাদের কারণে ফিরে এলো এ দিন
তারা কোথায় আছে কোথায়
ষোদ হবে কি তাদের ঋণ
না তা কখনো হবে না।
আজ আমি অবাক হয়ে ভাবি
সেদিন কেন জন্মালাম না
কেন রুখে দাঁড়াইনি আমি
পাক হানাদার বাহিনীর বীরুদ্ধে।
বড় অবাক লাগে আমার কাছে
বায়ান্নো, একাত্তর, পচাত্তর
কোনটাই জুটল না আমার
অবশেষে জুটল অষ্টআশি থেকে পনের।