এমন ভাবে কাটবে না আর সময়
ভাববে না জানি অপ্রিয় তুমি আমায়
তবুও মন কেনো আজও তা সুধায়
তোমার কেমন বোদগম্য হয়?
এতোটুকু আড়ালের কারনে
নামিয়ে দিলে তুমি আঁধার
হাসি মাখা মুখ খানি তোমার
করলে কেমনে বলো পেঁচার।
উচ্ছাসে অলকিক ভাবনায়
স্মৃতি গুলো আমায় কাঁদায়
মন যমুনা আজ খুঁজে বেড়ায়
বলোতো,
তুমি আছ এখন অজানা কোথায়।
হৃদয়ের মাধুর বলে যায়
ধ্বনিত মধুন ঝংকার কথায়
ঠোটের দু'পাপড়ি বেয়ে ফােটা
সে দিনের না বলা কতো কথা।
চাঁদ মামা বলে যায় আমায়
জীবনে নাকি হতবাগা অসহায়
এ গাঁ থেকে ও গাঁ শুধু হাড়ায়
বৃক্ষের পাতা-শিরা-উপশিরায়।
তেমনি তোমায় খুজিয়া পাই
সাভারের ফুলবাড়িয়া বাসস্টান্ডে
দাঁড়িয়ে যখন অপেক্ষায় চা-পান করা
ঠিক তখন,
কোথা থেকে তুমি এলে বলো!