আজ ভাবতে অবাক হবে তুমি
তা আমি বুঝি, কি করবো বলো?
কতোবার তোমাকে বলেছি আমি,
কিছু একটা করো।
সময় তেমন আর আমার হাতে নেই
একেবারে সময়ের শেষ প্রান্তে এসে দাড়িয়েছি
তা তুমি ভালো করেই বুঝো।
আমার কোন কথাই তোমার বোধ হয় নাই
তাই না শুভ? হবেই বা কেনো। আমি কে?
তাই না!
এখন বুঝবে তুমি, আমি কে ছিলাম তোমার
এতো গলো দিন-রাত।
তোমার অপেক্ষায় কেনো ছিলাম?
এ আমার বড় অন্যায় বলে মনে হয় শুভ।
তোমার ভালো একটি কাজের অপেক্ষায়
কিংবা বলেছিলাম বসে না থেকে চেষ্টা করো।
তুমি তোমার সাহিত্যকে সময় দিয়েছ,
আমার এ আমাকে খুলে থেকে।
কেউ একজন যে তোমার অপেক্ষায়
বসে আছে পথ চেয়ে, তুমি আসবে ভেবে।
সে কথা তুমি ভুলে গিয়েছিলে
সংগঠন সংগঠন সমাজ বলে
আসোনিতো গত ঈদে বাড়ি
জানতে চাওনি একবারের জন্য
শুভ আমি কেমন আছি?
তোমার ফিরার পথ চেয়ে,
হৃদয়ের মণি কোঠায় স্বপ্ন একেছিলাম
নয়ন ভরে দেখব ভেবে
রাত-দিন কাটিল ভাবনার সাগরে।
আমি সবসময় শুধু অপেক্ষার প্রহর গুনেই গেলো।
সে কি?
আমি যদি তোমাকে আজ কোন কথা বলতে যাই।
তাহলে তুমি রেগে যাবে বলবে,
আমিকি তোমাকে এতোটুক সময় দিব কিনা,
যাতে করে একটু শান্ত হয়ে বসতে পারো?
তাই বলব না।.........
আচ্ছা বলোতো শুভ
তুমি আমার সাথে এমন কাণ্ড কেন করো ?
আমাকে এতোটা আঘাত করো কেন?
আমি কি তোমার ভালোবাসার যোগ্য নই,
যদি তাই হয় তাহলে তো আমাকে বলতে পার।
কেন তুমি,
তোমার হৃদয়ের চিবুকে চেপে রেখে
এতো জাতনা স্বয়ে যাও নিরবে শুভ।
বলতে পারো কি?
আমি কেন তোমাকে এতোবার বলি,
শুভ তুমি কিছু একটা করো।
আমার কেন যেনো ভয় হয় এ সমাজে-কে,
আসলে হলোকি সমাজ কখনো
আমাদের এ ভালোবাসা মেনে নেয়নি
আর কখনো মেনে নেবেও না।
এ জন্য বলছিকি শুভ,
আমাকে নিয়ে চলো
অন্য কোন নির্জন গায়ে,
যেখানে তুমি আর আমি ছাড়া
আর কেহ থাকবে না
আজ তুমি তাও শুনছ না।
শুভ তুমি শুনবে,
তবে সব হাড়িয়ে,
যখন আমার আর
ফিরে আসার সুযোগ হবে না।
এখন আমার সে সময় হলো,
তুমি ভাবতে পারো
আমি কি করে তোমাকে
ভুলে যেতে পারবো।
কিংবা ছেড়ে যাবো?
শুভ এ ছাড়া আমার
এখন আর কোন উপায় নেই।
শুভ আমার বাবা কখনো
তোমার আমার সম্পর্ক
মেনে নেয়ে নাই
আর নিবে বলে মনে হয় না।
এরা এখনও নেবে বলে
আমি মনে করি না।
ইতি মধ্যে আমাকে
ছেলেপক্ষ দেখেছে
রিং বদল করে ফেলেছে
তোমার অপেক্ষায় থেকেও,
আমি কোন বাধা দিতে পারিনি শুভ।
তা আমার পক্ষে সম্ভব না বলে
আমি এখানে থমকে আছি
শুধু তোমার একটি শব্দ শুনার জন্য
শুভ আমি কি করবো বলো?