ঘরে রেখেছে আমায় বেঁধে
দিন কেটে যায় কবে ছাড়া পাবো
এই ভাবনায় ভেবে ভেবে
ধরেনা আজও কোনো বোধ।
কলংকের মালা দিয়ে গলায়
বিবাহ করেছি আজও অবধ।
আমার ঘরের আমি আসামি
কবে হবে এই ঘরে ফাঁসি।
আসামি হয়ে আছি এই ঘরে
ঘরেও তালা আধও নড়ে নাড়ে
তালা ঝুলিয়েছে ঘরের দোরে
চাবিও আছে তাহারো তরে।
আসে যদি সে আবার ফিরে
এই শূন্য গোয়ালি ঘরে
এ ঘরে হলাম আমি আসামি
কবে হবে এই ঘরে ফাঁসি।
আসনে বসিয়েছে সে আমায়
নানান রঙ্গে সাজিয়ে গুজিয়ে
বুঝিনি তখনও তার মত
ভেবেছি সে হবে ন্যহাৎ সৎ
ঘুরেছি আমি তাহারও খুঁজে
লক্ষ হাজার মাইল অচেনা পথ।
দিব আমি দিব তোকে হাসি হাসি
আমারও ব্যর্থ এই শূণ্য জীবনখানি
কানায় কানায় গড়ে দিব তোরে
আমারও জীবনের সেই বিনিময়ে
দেরে দে তবুও দিয়ে দে আমায় ফাঁসি
ফাঁসিতে ঝুলেও বলব তোকে ভালোবাসি।