তোমাকে ভালোবেসে করিনি
এতোটুকু ভালোবাসা নির্নয়
কখনো করিনি অন্যায় বিনয়
একথাটি হৃদয় মাজারে কয়।
তোমার কাছে চেয়েছি এতোটুকু সুখ
বিনিময় ফিরিয়ে দিলে তুমি দুখ
সুখ পাঁখি দুখ পাঁখি আজ আমি
কেনো আজও বসে বলো ভাবি।
হারাদোনার সেই ছেলেটি ছিলাম আমি
মালা পড়িয়ে বলেছি তোমায় ভালোবাসি
বলা শেষে ছলা কলে ঘুম নিলে কেঁড়ে
ভালোবাসার প্রতিদান কি ফিরিয়ে দিলে?
আজও আমি বসে সে কথা ভাবি
কেমনে তুমি হলে আদালতে বাদি
আমি হলাম কাঠ গড়ার আসামি
ভালোবাসায় শুধুই হয় হেয়ালী।
বাঁজ পাঁখিটি বলছে আজ হেঁসে হেঁসে
আমি নাকি তোমায় ভেবে যাবো কেঁদে।
ভালোবাসা নির্ণয় করার ভয়
তাহলে হত যদি আমারও জয়
ঘরের বধূ কেমনে বাদি হয়
আমার জীবনে শুধুই পরাজয়।