এ প্রহের বসে ভাবি বন্ধুরে
একবারো আসে যদি ফিরে ॥
এ প্রহের বসে ভাবি বন্ধুরে
আসে যদি ঘর বাড়ি ছেড়ে
যাবো আমি তাড়ে লইয়া
অরন্য লতার সে গায়ে । ও ॥
আজও তাকিয়ে থাকি
ফারজানা তোরি পথে চেয়ে
এই বুঝি এলিরে তুই ফিরে
আমার ভালোবাসার মাঝারে ॥
কতো বেলা কেটে গেলো
দু'জনে নয়নে নয়ন ফেলে
তার প্রতিদান দিচ্ছরে আমি
আজ এই জেল খানায় বসে ॥
জলে ভাসিয়ে বুকের চিবুক
চোখ করে আজ নিবুক নিবুক
ছলনার ছলচাতরে বেধে
গেলি কেমনে বন্ধন ছিহ্ন করে ॥
ভালোবাসর দায়ে পড়ে
জীবন হয় এলোমেলো
আজব শহর খানি আজ
ছুড়ে ফেলেরে দিলো।
করলিরে তুমি আমায় গ্রাম ছাড়া
ভুললিরে তুই কেমনে এ বেলা
একবারো কি ফারজানা ভাবলি না
তোরে ছাড়া যে আমি থাকতে পারব না।