সাবধানেতো যাবো,
আর জীবনের সাবধান শেষ হলো।
ভয় নেই এখন আর জীবন নিয়ে।
লোকে বলে সাবধানের মাইর নাই।
অথচ আমি সেই মাইর খেয়ে গেছি,
কবে, এই তো সেদিন।
আপনার মতো এক লোক আমাকে বলত,
ঢাকায় যাবো তো, সাবধানে যেও,
আবার কখনো বলত গ্রামে আসবে তো,
সাবধানে এসো, দেখো জীবনের জুকি নিও না।
তখন হাসতে হাসতে বলতাম কেনো
আমি সাবধানে আসব কেনো?
তোমার যাদি কিছু হয়ে যায়
তাই বলছি সাবধানে আসতে।
ও তাই বলো। আচ্ছা আমারিকিছু হলে
তাতে তোমার বা আসে যায়?
বাহ্-রে এমন ভাবে বলো যে তুমি কিছুই বুঝো না।
তোমার কিছু হলে আমি কি নিয়ে বেচে থাকব।
কিন্তু তা ছিলো সবই আবেগের ধ্বনি
আজ সব হাড়িয়ে অকপটে তা মানি।
বন্ধুকে বলি তুমি বলেছ সাবধানে যেতে
আমি চাইনা তোমার কথা বিফলে ফেলতে।
আর বলবে না, কোরন স্বর্থ বুজেছে
অন্যের হৃদয় নতুন স্বপ্ন একে
আমার অতীত কে ব্যার্থ করেছে।
হাহ্ হাহ্ হাহ্.........