তাইতো আমার জীবন
হলো আজ ব্যর্থ!
পৃথিবীটা অর্থবহ
স্বপ্ন কষ্টকর এ মোহ
ব্যর্থ হয় থাকে
জীবনের মহা শ্রাদ্ধ।
সুখ পাখিটা আজও
ছুটে চলে নিরলষ ভাবে
এ প্রান্ত থেকে ও প্রান্তে
অর্থের হাত খানি ছুঁয়ে।
আমি,
আজও দাড়িয়ে থাকি
বাবা মায়ের সম্মুখে
ডান হাত খানি বাড়িয়ে বলি
বাবা-মা আমাকে ভিক্ষে দাও।
নিস্তজ হয়ে যায় বাবা-মা
না পারে মানা করেত
না পারে করতে অর্থ দান
সাধ্যের বাহিরে বলে।
অর্থ নিষ্টুর কষাঘাত
এর কোনো ধর্ম নেই।
আমি আবাক হয়ে আছি
কারণ এ অর্থের জন্যই
নাজারফা আমায় ছেড়েছে
বলে আজ কেনো যে মনে হয়।
ভালোবাসা শব্দটাও হাড় মানে
অর্থের স্বপ্ন হীনতার কাছে
অবাক হয়ে শুধুই বেস ভাবি
অর্থ-ই অনর্থ!