তোমার দেয়া প্রেমের ফুল
সেদিন করব গ্রহণ,
যেদিন সত্যিকারের কানের দুল
শুনাবে আওয়াজ গুঞ্জরণ,
নবরূপ অপরূপ রূপসাজে বধূবরণ।
সামনে আসিও
বলিও মোরে নাও তোমার জন্যি,
পিছনে ডাকিও
বলিব এসবের যোগ্য হতে কভু পারিনি,
কাউকে কষ্ট দিব এ মনে ভাবিনি।
তোমার গোলাপের যে সুরভী
নিষ্পাপ ঘোমটা খুলে,
কি করে গ্রহণ করব হে মাধুরী
আমি তো নিষ্পাপ নহে,
বসুমতী - বসন্ত কাননে।
আমি এক কালো অন্ধকার
যেখানে নেই আলো,
কখনো যদি পৌঁছায় খুলে বন্ধ দুয়ার
সে তো অনেক ভালো,
এসো হে প্রাণপ্রিয়।
আমি নিজের হারকে
এখন সহজে মেনে নিতে শিখেছি,
গালি-গালাজ,ব্যথা -কষ্টকে
সঙ্গী করে চলতে পারি
অব্যক্ত কথা নিজেকে বলতে জানি।
আমি তো বিশৃঙ্খলায় পরিপূর্ণ
যেথা নেই শৃঙ্খলার হাওয়া,
যদি আসে কভু হব আমি ধন্য
যায় সুন্দর সাজানো সংসার পাওয়া
আসিও তুমি কোকিলের কন্ঠে গাওয়া।
আমি এক ভীতু
মনে সাহসের খেলা খুব কম,
হে প্রাণ প্রিয় জিজ্ঞাসু
ভয়ে নয়,সম্মানে করি শির নিচু
একদিন সবার ফুরাবে দম
ছাড়তে হবে এ মধুবন,পাহাড়-জঙ্গম।
যদি এক মন থাকে ভঙ্গুর
করি অন্য মন জাগানোর চেষ্টা,
রক্ত দিতে করি মঞ্জুর
রুখতে স্বদেশে তোমার পরাধীনতা
এগিয়ে যাও হাতে নিয়ে এই পতাকা।