নদীর কোল ঘেষে
এক ঢিবি বালি পাহারায় রত,
সাথে বয়ে চলেছে
শান্ত স্নান করা অমীয় ধারার ব্রত।

বাঁকা চাঁদের আঁখিতে
নুরের কমলতার  ছবি,
যখন কি সাক্ষাৎ করে
নদীর সরল তরঙ্গে ঢেউ খেলানো প্রীতি।

সেই মনরত্ন আলোর ফোয়ারায়
জেলে ভাই মাছ ধরে,
কত শ্রম-সাধনা জীবন অববাহিকায়
তীব্র শীতকেও হার মানায় চলে।

কি পুলকিত শিহরণ
আত্মজ বিহঙ্গ রূপে উড়ে,
কত রাত্রি জাগরণ
তারারাও খেলা করে একে অপরের সাথে।

নির্মল বাতাসের নাড়া
মনকে শুধরে দিতে আসে,
উতলা আত্মাকে করে রিদ্বাআ
সবশেষে পূর্ণতার বেশে।