শুভ মুজিব শতবর্ষ

১৭ মার্চ বসুন্ধরা কাননে
এসেছিলে তুমি হে শেখ মুজিব,
তোমারই কথা খুব পড়ে মনে
বাংলার প্রতি ঘরে হয়ে উজ্জীব।

তুমি সেই বাঁশির সুর
যার বিরল কন্ঠে জেগেছিল সবাই,
৫২'কে স্মরণ করে বহুদূর
সুদূরের ছিনিয়েছ  সেই নাটাই।

আজ খোলা আকাশের নিচে
বাঙালি পান্তা খায় হাসিমুখে,
কথা বলার ইচ্ছাটা যেন তখন
ছিল না নির্ভয়ে নিসংকোচে বাহু হাতে।

জেলবন্ধি হয়েছ,করেছ তুমি অনশন
তবুও মানতে চাও নি হার,
দেশকে ভালবেসে পতাকা করেছ উড্ডয়ন
বুঝেছিলে দাম কি  এ মানবতার।

তুমি গর্জে ওঠা এক সৈনিক
চির বিপ্লবী সেই নেতা,
আসুক বাঁধা হয়ে যেকোন দিক
মরব, আসে যদি পাক হানাদার থাবা।

আমি বেশ ক্ষুব্ধ ঐ হিংস্র নরপশুদের প্রতি
যারা নির্বিচারে মানুষ হত্যা করে,
তুমিই জাগিয়ে ছিলে  সহস্র কণ্ঠ প্রীতি
আমজনতার বাঁচার দাবি রেখে।

সালাম জানাই ধন্য তুমি
সেই ৭১' এর স্বাধীনতার জন্য,
ন্যায়ের ডাক শুনতে চাই আমি
শুভ দিনে এই "মুজিব শতবর্ষ"।

★★(মুজিব শতবর্ষ)★★