কোন এক সন্ধ্যায়
হাতছানি দিয়ে ডেকেছিল আমায়
আমি চেয়েও তা চাইনি,
কোন এক পরন্ত বিকালে
ভেবেছি তোমাকে নিয়ে
কল্পনার আঁখিতে বিদায়ী,
কোন রাতের শীতশীত ভাবে
বাহিরে এসেছি প্রয়োজনে
দেখতাম সেই চাঁদ মায়াবী,
কোন কুয়াশার চাদরে
কি মায়ায় যে জড়ালে
স্বীকার স্ব দোষী,
কোন কঠিন সফরে
সেই কাল অনন্ত ভুলে
আমি বড় নিকৃষ্ট পাপী,
কোন কথার বাচনে
দ্বিধা-সংকোচ বা নির্বিঘ্নে
পাথারসম আমি স্ব-সঙ্গী,
কোন এক যুদ্ধে
হেরেছি আমি হতম্ভবে
তবুও আজ বিজয়ী,
কোন নির্যাতিত নিপীড়নে
লড়েছিলাম আপন সযত্নে
কিছুটা মরণ থেকে বাঁচি,
কোন এক বাহনে
নিয়েছে ভুল পথ চলনে
বিমুগ্ধ চাঁদনী রাত্রী,
কোন এক অগ্নিদগ্ধে
কত অঙ্গ পুড়েছে
বেঁচে তবে এখনও আছি,
কোন এক ছন্দে
উদাসীন কী  আনন্দে
নিজেকেই করেছি জিম্বী,
কোন এক কারাগারে
রাত কাটিয়েছি কান্নার ভীরে
এসব কিছুই তকদীরি,
কোন এক পুনরায়  সন্ধ্যায়
কিছু মুখ বাধ্য করায়
রুখতে আত্নসম্মানহানী।